দৈনিক আজকালের দর্পণ ডেস্ক :
দেশের বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ বস্তুনিষ্ঠ সংবাদপত্র, পত্রিকার ভাবমূর্তি, নিয়ম-শৃঙ্খল ভঙ্গ করার অপরাধে ” দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্মানিত চেয়ারম্যান, সম্পাদক ও প্রকাশক, জীবন কৃষ্ণ দেবনাথ” এর নির্দেশে, আইন অমান্যকারী “জোরারগঞ্জ প্রতিনিধি” মোঃ অলি উল্ল্যাহ্ নিজামীকে পত্রিকা সকল প্রকার কার্যক্রম থেকে থেকে “বহিস্কার” করা হইল।
এখন থেকে কেউ তার সাথে দৈনিক আজকালের দর্পণ সম্পর্কে কোন, আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ রহিল এবং তার সহিত কোন প্রকার আর্থিক লেনদেনের জন্য পত্রিকা কোনরূপ দায়ভার কর্তৃপক্ষ বহন করবেনা। অদ্য হইতে উক্ত বহিস্কারকৃত “জোরারগঞ্জ প্রতিনিধি” মোঃ অলি উল্ল্যাহ্ নিজামী সহিত দৈনিক আজকালের দর্পণ কর্তৃপক্ষের কোনরূপ সম্পর্ক কিংবা লেনদেন নেই। ভবিষ্যতে দৈনিক আজকালের দর্পণ এর নাম ভাঙ্গিয়ে কোনরূপ বেআইনী কার্যকলাপ করিলে যথাযথ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইন আমলে আসিবেন।
আদেশক্রমে :
জীবন কৃষ্ণ দেবনাথ
সম্পাদক ও প্রকাশক দৈনিক আজকালের দর্পণ