• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত চট্টগ্রামে ব্যানার ছেঁড়া নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম মীরসরাই বাসীর ভাগ্য পরিবর্তনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী….. পারভেজ সাজ্জাদ

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম

Reporter Name / ৩৫ Time View
Update Time : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

 

 

আজকালের দর্পণ :::
চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আজ রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনের মাঠপর্যায়ে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনের বাইরে তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক এনালিস্ট হিসেবেও কাজ করেছেন। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি ২০২৪ সালের ৯ নভেম্বর ফেনীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ফরিদা খানমকে গত ২১ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য ছিল। প্রায় তিন সপ্তাহ পর চট্টগ্রাম পেল নতুন জেলা প্রশাসক। দায়িত্ব নেয়ার পর সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু।

এই জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবায় কার্যকর পরিবর্তন আনতে প্রশাসন ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’ এদিকে, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুর জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছেন সরকার।

এদের মধ্যে একজন ডিসির জেলা বদল করা হয়েছে। আর তিনজনকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে। আর মাধ্যমিক ও উ”চ শিক্ষা বিভাগের উপ-সচিব মনিরা হক ফেনীর ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

এদিকে, সদ্যনিযুক্ত চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মহোদয়কে দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন ক…ষ্ণ দেবনাথ শুভে”ছাজ্ঞাপনের মাধ্যমে নবনিযুক্ত ডিসি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *