রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। স্থানীয়রা জানান, বিকেলে আলমগীর চারা বট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সিএনজি অটোরিকশাযোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আজকালের দর্পণকে বলেন, “কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি।” এদিকে, নিহত আলমগীর যুবদলের কর্মী বলে দাবি করেছে রাউজান উপজেলা বিএনপি। উল্লেখ্য, রাউজানে গত বছরের ৫ আগস্টের পর থেকে অন্তত ১৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার বেশিরভাগই রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত থেকে ঘটেছে।