• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ছে রোগীর চাপ, নেই বিশেষজ্ঞ ডাক্তার সেন্টমার্টিন উন্মুক্ত আজ থেকে সাড়া নেই পর্যটকদের নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ সীতাকুণ্ডে আলোচিত ভাবির হোটেলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর টার্মিনালের প্রাক্-প্রস্তুতির পূর্তকাজ আরম্ভ চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত চট্টগ্রামে ব্যানার ছেঁড়া নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম মীরসরাই বাসীর ভাগ্য পরিবর্তনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী….. পারভেজ সাজ্জাদ

শিক্ষা উপদেষ্টার সাথে উর্দুভাষী প্রতিনিধি দলের সাক্ষাৎ

Reporter Name / ৩৮৫ Time View
Update Time : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

আজকালের দর্পণ ঃ

১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টাকে উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান। আলোচনায় তারা বলেছেন, অত‍্যন্ত সুচারুভাবে নির্ভীক এবং সাহসের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যা পরবর্তী প্রতিটি সরকারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রতিনিধি দল উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এ জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন ড. সি আর আবরার যা উর্দুভাষী জনগোষ্ঠী সবসময়ই শ্রদ্ধা চিত্তে স্মরণ করে ।

উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছর ধরে ক‍্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। কিন্তু কোন কোন সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছিল। প্রশাসনিক/নির্বাহী আদেশে এবং তৎপরবর্তী আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগসমূহ কার্যকর করতে পারেনি ।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান প্রশাসনযন্ত্র ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে। যার কারণে ক্যাম্পবাসী আতঙ্কিত। সাম্প্রতিক ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করলে ক্যাম্পবাসী আদালতে রিট আবেদন করলে আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। একইভাবে সারাদেশে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের জন‍্য আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিসমূহ বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি এবং নানাভাবে হয়রানি করছে।

এমতাবস্থায় উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিষয়টি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপনের জোর দাবি জানায় প্রতিনিধি দলটি।

ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পূনর্বাসনের পূর্বে ক‍্যাম্পগুলো উচ্ছেদ না করতে এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে একটি প্রশাসনিক/নির্বাহী আদেশের জন্য আবেদন জানায় প্রতিনিধি দল।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের কথাগুলো ধৈর্য্য সহকারে শোনেন। তিনি অতীতের মতো জনগোষ্ঠীর সকল ন‍্যায়, ন‍্যায‍্য এবং যুক্তিযুক্ত দাবি পুরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *