দর্পণ ড্রেক্স : ————বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থত ও দীর্ঘায়ু কামনায় মীরসরাই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথিনহিসেবে উপস্থিত ছিলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ মোঃ ফখরুল আলম, সভাপতি, জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
আলোচনা সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ফখরুল আলম বলেন আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্বাস্থ্য কামনা সহ, দলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ।